হোম আন্তর্জাতিক মালদ্বীপে ভারতীয়দের সঙ্গে স্থানীয়দের ‘মারামারি’, আহত ২

মালদ্বীপে ভারতীয়দের সঙ্গে স্থানীয়দের ‘মারামারি’, আহত ২

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে এর মধ্যেই এবার মালদ্বীপের স্থানীয় এবং ভারতীয়দের একটি গ্রুপের মধ্যে ‘সংঘর্ষে’ দুই ব্যক্তি আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, এ ঘটনায় মালদ্বীপের একজন নাগরিককে হেফাজতে নেয়া হয়েছে।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানিয়েছে, সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে মালে থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত হুলহুমালের সেন্ট্রাল পার্কের কাছে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক সন্দেহভাজন মালদ্বীপের নাগরিক। যদিও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, গুরুতর আহত দুই ব্যক্তিকে হুলহুমালে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, পার্কের ভেতরে ভারতীয় এবং মালদ্বীপের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সূত্র: ফার্স্টপোস্ট, এনডিটিভি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন