হোম বিনোদন মারা গেলেন দক্ষিণী খলনায়ক কাজান খান

বিনোদন ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালয়ালম ছবির অভিনেতা কাজান খান। তার আকস্মিক প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা।

মঙ্গলবার (১৩ জুন) প্রযোজক এবং প্রোডাকশন কনট্রোলার এনএম বাদুশা ফেসবুকে পোস্টে কাজানের মৃত্যুর খবর দেন। তার পর থেকেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকেই শোকপ্রকাশ করেছেন। অভিনেতার শেষকৃত্যের সময় এখনও জানা যায়নি।

তামিল, মালয়ালম, কন্নড় মিলিয়ে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন কাজান। খলনায়কের চরিত্রেই তার ভূমিকা বেশি রয়েছে। স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যু মালায়ালাম, তামিল এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের সবার জন্য একটি বিশাল ধাক্কা।

কাজান খান ১৯৯২ সালে সেন্থামিজ পাত্তুতে ‘বুপ্যাথি’ চরিত্রে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। তার পরে ‘গান্ধর্ভম’, ‘সিআইডি মুসা’, ‘দ্য ডন’, ‘মায়ামোহিনী’সহ আরও বেশ কিছু ছবিতে খলনায়কের চরিত্রের কারণে জনপ্রিয় হয়ে ওঠেন।

এ ছাড়াও তিনি কালাইগনান, সেথুপাথি আইপিএস, ডুয়েট, মুরাই মামান, আনাজগান এবং কারুপ্পু নীলার মতো তামিল চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৯৫ সালে, তিনি শাজি কৈলাসের দ্য কিং-এর মাধ্যমে মালায়ালামে আত্মপ্রকাশ করেন। মামুটির দ্য কিং-এ বিক্রম ঘোরপাড়ে চরিত্রে অভিনয় করার পর তিনি মলিউডে খ্যাতি অর্জন করেছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন