হোম বরিশাল মাদক মামলায় পুলিশ সদস্যের ৫ বছর কারাদণ্ড

মাদক মামলায় পুলিশ সদস্যের ৫ বছর কারাদণ্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

অনলাইন ডেস্ক:

মাদক মামলায় পুলিশের এক কনস্টেবলকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন বরগুনার একটি আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এ রায় দেন।

জানা যায়, বরিশাল জেলা পুলিশের কনস্টেবল মো. কাওছার গত বছরের ১১ ফেব্রুয়ারি বরগুনায় তার নিজ বাড়ির সামনে থেকে দুই কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে ধরা পড়েন।

পরে ডিবি পুলিশের এসআই জাহিদ মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত আজ সকালে মামলাটির রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অপরাধের গুরুত্ব, মাদকের পরিমাণ এবং আসামির পূর্ব অপরাধের নজির বিবেচনায় তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

আসামিকে জেলা হাজতে পাঠানো এবং রায়ের অনুলিপি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানোরও নির্দেশ দেন আদালত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন