হোম খুলনাঝিনাইদহ মাদক নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে ২ যুবক নিহত

মাদক নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে ২ যুবক নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে শামীম হোসেন (৩০) ও মন্টু মিয়া (৩২) নামের দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নেপা ইউপির বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম বাগাডাঙ্গা পল্লিআইট গ্রামের সামছুল রহমানের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মণ্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, কিছুদিন আগে শামীমের মাদকের চালান ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। পরে শামীমের মামলায় তরিকুলকে জেল খাটতে হয়।

তিনি আরও জানান, গত দুই-দিন আগে তরিকুল জেল খেটে বাড়ি ফিরলেও শামীম গংদের চাপে তিনি বাড়ি থেকে বের হতে পারছিলেন না। বুধবার বিকালে শামীম তার দলবল নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালালে তরিকুলের গুলিতে শামীম ও মন্টু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন