মাগুরা অফিস :
মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া বাজারে সরকারি খাস জমির উপর নির্মানাধীন চান্দিনা ঘরের প্রায় ৫০ শতক জমি ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তিদের নামে অবৈধভাবে বন্দোবস্ত দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
শুক্রবার রাত ৮ টায় নাগড়া বাজার ব্যবসায়ী সমিতি এ মানববন্ধন করে। স্থানীয় দীঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিকের সভাপতিত্বে নাগড়া বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত মানবন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ শেখ, হাসমত আলী, মুরাদ চৌধুরীসহ প্রমুখ।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নাগড়া বাজারের উত্তর-পশ্চিম পাশে খোলা আকাশের নীচে মাছ, মাংস ও সবজী ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের এই দৈন্যদশা থেকে মুক্তির জন্য স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে স¤প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুইটি চান্দিনা ঘর নিমার্ণের উদ্যোগ নেন। সে মোতাবেক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন ও ওয়ার্ক অর্ডার মোতাকে ঠিকাদার চান্দিনাঘর নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় হঠাৎ করে মহম্মদপুর উপজেলা প্রশাসন এসে কাজ বন্ধ করে দেয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, সারাদেশে বহুল আলোচিত তৎকালীন মহম্মপুরের এসিল্যান্ড নাজীম উদ্দিন গোপনে মাকের্ট নির্মাণের জন্য মহম্মদপুরের ১১ জন ব্যক্তির নামে এ জমি বন্দোবস্ত দিয়ে গেছেন।
এ ঘটনায় স্থায়ীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ওই বন্দোবস্ত বাতিল ও মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি জমি বন্দোবস্ত দেওয়া তৎকালীন ঘুষখোর এসিল্যান্ড নাজীম উদ্দিনের বিচার দাবি জানিয়েছেন।