মাগুরা প্রতিনিধি :
মাগুরায় নতুন করে ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯০ জন। এর মধ্যে মাগুরা পৌরসভার তাঁতীপাড়ায় ১ জন, পারলায় ১ জন, ভায়নায় ১ জন এবং দোয়ারপারে ২ জন করে ৫ জন এবং সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের ১ জন সহ শ্রীপুর উপজেলার সরইনগর, শ্রীকলে ১ জন এবং মহেশপুর,মালাইনগরে ১ জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯০। ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন ৪৫ জন। যার মধ্যে আজই সুস্থ্য হয়েছেন ৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ৪০জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ৩ জন। এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
মাগুরার সিভিল সার্জন মাগুরাবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করে বলেন, ‘গত ২২ শে এপ্রিল, ২০২০ থেকে আজ অবধি (২মাসের অধিক সময়) ৯০ জন কোভিড ১৯ রোগী মাগুরাতে সনাক্ত হয়েছে। তার মধ্যে ৩২ জন রোগী এই সপ্তাহে সনাক্ত।
তার মানে তিন ভাগের এক ভাগ রোগী আমরা এই এক সপ্তাহে পেয়েছি। তাহলে বোঝাই যাচ্ছে যে মাগুরাতে, বিশেষভাবে মাগুরা পৌরসভা তে খুব দ্রুতই করোনা ভাইরাসটি ছড়াচ্ছে। তাই আসুন আমরা করোনাতে ভয় না করে বরং বিশেষ ভাবে সচেতনতা অবলম্বন করি।