ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে কয়েকশ হনুমানের বসবাস। সেখানে লিচু খেতে গিয়ে বাগানে ছুটাছুটি করায় ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা। এলাকাবাসী সূত্রে প্রকাশ, সম্প্রতি ভবনগর গ্রামে হনুমানের খাদ্য সংকট তীব্র দেখা দেয়। ফলে খাবারের জন্য হনুমানের ছুটাছুটি বেড়ে গেছে। সোমবার সকালে ভবনগর মাঠে ২টি হনুমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর ধারণা খাদ্য সংকটের কারণে লিচু খেতে গিয়ে বাগানে ছুটাছুটি করায় ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখতে পাই হনুমান ২টি রক্তাক্ত অবস্থায় মাঠের মধ্যে পড়ে আছে। এলাকাবাসীরা জানায় এই এলাকার হনুমানদের সরকারি ভাবে সংরক্ষনের ব্যবস্থা না নিলে ক্রমান্বয়ে হনুমান নিধন হয়ে যাবে। এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি বন বিভাগের দায়িত্ব আমাদের কোন দায়িত্ব নেই। বিষয়টি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি বলেন আমি বন বিভাগের সাধে যোগাযোগ করে দেখছি। ব্রিটিশ আমল থেকে শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে এই হনুমান গুলি বসবাস করে আসছে। এলাকার সচেতন মহলের দাবি এসব হনুমান গুলো সরকারি ভাবে সংরক্ষন করা এবং হনুমান যারা নিধন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।