হোম অন্যান্যসারাদেশ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর মর্যাদার শানে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর মর্যাদার শানে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি:

ফ্রান্সে রাস্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর মর্যাদার শানে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে কলারোয়া উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা’র আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, খতিব মাওলানা ইমাম হাসান নাসেরী, খতিব মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আসাদুল্লাহ আল কাফি, মুহাদ্দিস হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব, প্রধান শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুছ, মোহদ্দিছ হাবিবুর রহমান, সাংবাদিক কেএম আনিছুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল ইসলাম কামরুল, আলহাজ্ব মাস্টার তামিম আজাদ মেরিন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার হযরত মাওলানা গোলাম রহমান, সাংবাদিক জাহিদুর রহমানসহ হাজারো মুসলিম জনতা। সমাবেশটি পরিচালনা করেন মাওলানা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি। প্রতিবাদ মিছিলে উপস্থিত হাজারো মুসলিম জনতা, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর কুশপুত্তলিকা দাহসহ প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। বক্তারা, ফ্রান্সের পণ্য বর্জনসহ ফ্রান্সের প্রতি তীব্র নিন্দা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন