জয়দেব চক্রবর্তী, কেশবপুর ( যশোর) :
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও নয় দিন ব্যাপী মধু মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী মোঃ ফরহাদ হোসেন বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়ায় প্রসিদ্ধ করেছেন। তাঁর প্রতিটি সাহিত্যে গভীর দেশাত্মবোধ জাগ্রত। বাংলা কে বিশ্ব সাহিত্য দরবারে উপস্থাপন করেছেন। তিনি এলাকার মানুষের দাবি বাস্তবায়নে মেলার মাঠ আরো বড় করার দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
যশোরের জেলা প্রশাসক ও মধু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর -৬ আসনের এমপি আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর পৌর সভার মেয়র হায়দার গণি খান পলাশ,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, ড.কুদরত ই খোদা,প্রভাষক কানাই লাল ভট্টাচার্য।
সমাপনী অনুষ্ঠানে মহাকবি-র নামানুসারে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী ও সদস্যরা জনপ্রশাসন মন্ত্রী ও স্থানীয় এমপি হাতে স্মারকলিপি তুলে দেন।