হোম খুলনাযশোর মনিরামপুরে যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মনিরামপুরে যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতাহারুল ইসলাম রিয়াদ -এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এ আদেশ পাওয়ার পর মনিরামপুর যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত লিখিত প্রত্যাহার আদেশে সাত জনের নাম উল্লেখ রয়েছে। তার মধ্যে মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক রিয়াদের নাম চতুর্থ স্থানে রয়েছে বলে জানা গেছে। লিখিত আদেশে আরও উল্লেখ করা হয়েছে অভিযুক্তদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন -এর সিদ্ধান্ত ও নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। ফলে ঝিমিয়ে পড়া যুবদলের কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুবাতাস দেখছে নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সহিদুর ইসলাম ও পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন জানান- যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ -এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় তারা আরও বলেন, রিয়াদকে সাময়িক বহিষ্কার করায় বিগত কয়েক মাস দলীয় কার্যক্রম কিছুটা ঝিমিয়ে গিয়েছিল। তবে, আশা করছি তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে অচিরেই মনিরামপুর যুবদলের সকল ইউনিটের কার্যক্রম আরো বেগবান করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন