হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে কপোতাক্ষনদের তীরঘেষা খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পুনঃসংস্কার, নতুনভাবে নির্মিত ও নির্মিতব্য মুজিব কিল্লার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে এ উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর উপজেলার খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে নতুনভাবে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন যশোর ডিডিএলজি ( উপপরিচালক, স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত, ইউএনও সৈয়দ জাকির হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপসহকারি প্রকৌশলী মোঃ মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক ইউসুফ আলী, মাস্টার শহিদুল ইসলাম প্রমূখ। মুজিব কিল্লা’র প্রাক্কালন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৮২৫ টাকা বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন