হোম বাংলাদেশ মনিরামপুরে জলাবন্ধতা নিরাসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মনিরামপুরে জলাবন্ধতা নিরাসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 660 ভিউজ
 মনিরামপুর( যশোর)প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে প্রভাবশালীদের দখল থেকে খাস জমি উদ্ধার ও বিলের জলাবন্ধতা নিরাসনের দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মনিরামপুর শাখা। বুধবার দুপুর ১২টার দিকে মনিরামপুর দক্ষিণমাথা বাসষ্ট্যান্ডের সামনে মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলীপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা দাবী করেছেন, প্রভাবশালীরা খাল দখল করার কারনে বিল কাকুড়িয়ায় স্থায়ী জলাবন্ধতায় সৃষ্টি হওয়ায় ভোজগাতি, কাশিমনগন ও মনিরামপুর ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে দিনাতিপাত করছেন। এমনকি স্থায়ী জলাবন্ধতার কারনে এ তিনটি ইউনিয়নের জনসাধারন তাদের বিলের জমির ফসল থেকে বঞ্চিত হচ্ছেন। জলাবন্ধতার কারন হিসাবে বলেন, কাকুড়িয়া বিলের পানি প্রবাহের জন্য সরকারী যে ক্যানেল (খাল) ছিল তা প্রভাবশালীরা দখল করে এখন মাছ চাষ করছেন। যে কারনে পানি প্রবাহ পথ বন্ধ হওয়ায় স্থায়ী জলাবন্ধতা সৃষ্টি হয়েছে। এতে দেড় লক্ষ কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না। মানব বন্ধনে বক্তব্য রাখেন, কৃষক সমিতির যশোর জেলার সাধারন সম্পাদক মফিজুর রহমান নান্নু, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মনিরামপুর উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল মজিদ, সাধারন সম্পাদক প্রভাষক মহিববুল্লাহ মুহিব, কোষাধক্ষ্য কমরেড পরিতোষ চন্দ্র দাস প্রমুখ। স্মারকলীপি প্রদানের পূর্বে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন