রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):
যশোর-০৫ মনিরামপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের কবর জিয়ারত করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রভাষক ফারুক হোসেন। শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে গিয়ে প্রয়াত এমপি খান টিপু সুলতানের কবর জিয়ারত করেন তিনি। এরপর চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন উপজেলার কপালিয়া বাজার ও রাজবংশীপাড়ায় মোটর সাইকেল প্রতীকের প্রচারণা করেন।
এসময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবক হতে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। মনিরামপুরে সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত আমি তাদের ভাগ্যউন্নয়নের কাজ করতে চাই। তাই এই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মশিয়ূর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ মন্ডল, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান এবিএম মহিতুজ্জামান মহিত , ইউপি সদস্য সঞ্জয়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।