রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):
মনিরামপুরের মশিয়াহাটীতে সাংস্কৃতিক সংগঠন ‘সীমানা’র ২২তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। চলমান এসএসসি পরীক্ষার কারণে অনাড়ম্বরভাবে কুলটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে বিকাল ৪টায় অর্ধশত প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও দৈনিক স্পন্দনের সাংবাদিক উৎপল বিশ্বাসের সঞ্চালনায় ও সভাপতি তুহিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক শিশির বিশ্বাস, কবি ও লেখক নিত্যজিৎ বিশ্বাস, সমাজসেবক প্রদীপ বিশ্বাস, ফাল্গুন মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল প্রমূখ।