হোম অন্যান্যসারাদেশ মনপুরা ত্রিমুখী রোড এক্সিডেন্ট স্কুল ছাত্র গুরুগত আহত,ঢাকা মেডিকেলে প্রেরণ।

মনপুরা ত্রিমুখী রোড এক্সিডেন্ট স্কুল ছাত্র গুরুগত আহত,ঢাকা মেডিকেলে প্রেরণ।

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

মনপুরা ভোলা প্রতিনিধি :

ভোলার মনপুরায় হুন্ডা, নচিমন ও বাইসাইকেলে ত্রিমুখী রোড এক্সিডেন্টে গুরুগত আহত স্কুল ছাত্র, উন্নত চিকিৎসা জন্য স্কুল ছাত্রকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ।
শনিবার সন্ধ্যা ৫.টায় উপজেলা দিঘীর পাড় স্বপ্নছোড়ার মোড়ে এই ত্রিমুখী রোড এক্সিডেন্ট সংঘটিত হয়  প্রত্যক্ষদর্শীরা জানান, নচিমনের ও হুন্ডা অতিরিক্ত গতিবেগে দিশেহারা স্কুল ছাত্র জিসান।

স্কুল ছাত্র মোঃ জিসান (১৩) পিতা শাহে আলম। বাড়ি ২নং হাজির হাট ইউনিয়ন চরফৈয়জুদ্দীন ৭নং ওয়ার্ড। জিসান হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

দুর্ঘটনার খবর পেয়ে মনপুরা হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়া।  স্কুল ছাত্র জিসানকে দেখেন ও ডাক্তারের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসা জন্য,স্পীড বোট,  এম্বুলেন্স ও নগদ ৫০০০ হাজার টাকা দিয়ে ঢাকা প্রেরণের ব্যবস্থা করেন।
জিসানের মা জানান ছেলে বিকালে বাড়ি থেকে স্কুলে আসেন পরিক্ষার এসাইনমেন্টের জন্য।
মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শিপন পাল জানান, জিসানের অবস্থা খুবই আশংকা জনক তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন