হোম অন্যান্যসারাদেশ মনপুরা ঘূর্ণিঝড় সিত্রাং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ

মোঃমিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) :

ঘূর্ণিঝড় সিত্রাং ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরা উপজেলা ১হাজার পরিবারের মাঝে নগদ টাকা ও কৃষি বীজ বিতরণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থার কারিতাস বাংলাদেশ।

রবিবার (২৭শে নভেম্বর) সকাল ১১টায় কারিতাস বরিশাল অঞ্চল মনপুরা শাখার হলরুমে হাজিরহাট ইউনিয়ন ৩৫০ জনের মাঝে নগদ টাকা ও উন্নতমানের কৃষি বীজ বিতরণ করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চল মুক্তি -৩ প্রকল্পের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৪ হাজার ৫’শ টাকা ও এক প্যাকেট কৃষি বীজ তুলে দেওয়া হয়েছে।

কারিতাস বরিশাল অঞ্চল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্মসূচি কর্মকর্তা সম্রাট সেরাও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার।

মুক্তি -৩ প্রকল্প মনিটরিং অফিসার জহিরুল ইসলাম এর সঞ্চালনা বক্তব্য রাখেন,মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) ইলিয়াস মিয়া,সোনালী ব্যাংক ম্যানেজার জহিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ সভাপতি আবুল হোসেন আবু মেম্বার, ইউপি সদস্য বাসেদ,আলমগীর পাটাওয়ারীসহ উপকার ভোগী স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন