হোম অন্যান্যসারাদেশ মণিরামপুর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মণিরামপুর থানা-পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর পৌর শহরের কাঁচাবাজারে দলের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নি। উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহবায়ক জি এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিন্টু, তরুন বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নির্মল কুমার বিট, রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফিরোজ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, মাসুদুর রহমান, যুব দলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন