রিপন হোসেন সাজু,মণিরামপুর (যশোর) :
রিপন হোসেন সাজু,মণিরামপুর অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে মণিরামপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ভাই জোড়া খুন ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত বাদলের মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার মণিরামপুর থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর- ১০। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কাজী নাজমুস সাকিব জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আসল রহস্য ও আসামি আটকের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মণিরামপুরের উত্তরপাড়া মাঠের মধ্যে উৎপেতে থাকা দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে যশোর সদরের জয়ান্তা গ্রামের আবদুল আহাদ মোল্যা এবং বাদল মাহমুদকে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনার পর চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে ওই এলাকার সাধারন মানুষ।