মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
আজমীর হোসেন (১২) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজমীর হোসেন মণিরামপুর উপজেলার গোপিকান্তপুর গ্রামের প্রবাসী আকরাম বিশ্বাসের ছেলে। স্থানীয় মসজিদে মুয়াজ্জিম এবং শিক্ষক জয়নুল আবেদীন জানায়, কিশোর আজমীর হোসেন বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলো। শুক্রবার বিকেলে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
এরপর পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ততক্ষণের মধ্যে ডোবা থেকে তার মরদেহ উঠায়। স্থানীয় লোকজনের দাবী কিশোর আজমীরের মৃত্যুটা এক্কেবারেই রহস্য জনক। তার পরিবারের দাবী বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে আজমীর গ্রামের স্কুল মোড়ের দোকানের দিকে যায়। এরপর আর ফিরে আসেনি। রাতে থেকেই তার খোঁজাখুজি চলছিলো। একপর্যায় শুক্রবার সন্ধ্যায় ওই ডোবার পানিতে তার লাশ পায়। থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, কিশোরের মৃত্যুর বিষয়টি খবর পেয়ে উপপরিদর্শক শাহজাহান আলীকে পাঠানো হয়েছে ।