হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে অনুষ্ঠিত মতুয়া সমাবেশ, ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে গুরুচাঁদ ঠাকুরের সম্মাননা প্রদান

রিপন হোসেন সাজু, (মণিরামপুর ) যশোর :

শুক্রবার বিকালে মশিয়াহাটী হাইস্কুল প্রাঙ্গনে মতুয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুরুচাঁদ ঠাকুরের ১৭৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে কুলটিয়া মতুয়া গ্রাম কমিটি এ আয়োজন করে। অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে গুরুচাঁদ ঠাকুর সম্মাননা দেওয়া হয়। দুপুর ২ টা থেকে ৪ টার মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিশেষ ধর্মীয় পোশাক পরিহিত মতুয়া নারী-পুরুষ ধর্মীয় উপকরণ সহ সমাবেশ স্থলে উপস্থিত হয়।

অনুষ্ঠিত এ সবাবেশে মতুয়া জাগরণ মঞ্চের সংকল্পক মতুয়া নিতাই কুমার বৈরাগী উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন মতুয়া জাগরণ মঞ্চের সভাপতি নির্মল কান্তি বিশ্বাস। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অবসর প্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা দুলাল চন্দ্র রায়, গোপালগঞ্জের রঞ্জন বিশ্বাস, বিধান চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন দলের কর্মীরা ধর্মীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

স্টেট ইউনিভার্সিটি অফ বেঙ্গল এর সহযোগী অধ্যাপক ড. অমিতাভ বিশ্বাস, পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ড. তন্ময় প্রকাশ বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অনুপমহীরা মন্ডল, উপবিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপদ অঞ্জন রায়, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ দোলন বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনির্বাণ মল্লিক, খুলনা মহিলা কলেজের প্রভাষক লাবণী রানী মন্ডল, মালয়েশিয়ায় পিএইচডিরত ড. ছন্দা বিশ্বাস, প্রধান মন্ত্রীর স্বর্ণ পদক প্রাপ্ত বি এস এস প্রথম শ্রেণিতে প্রথম নিপা সরকার, ইউনিভার্সিটি অফ সাউথ অষ্ট্রেলিয়া পিএইচডিরত ড. ভবানন্দ বিশ্বাস, খুলনা সুন্দরবন কলেজের অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মন্ডল, শিক্ষায় প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক প্রাপ্ত শিমুল রায়, শিক্ষা মন্ত্রণালয়ের ফিনান্স অফিসার পল্লব রায়, টেকনোলজি ফিলোশিপ প্রত্যাশা বিশ্বাস, অষ্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. কুমার কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের অবসর প্রাপ্ত মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, ঝিনাইদহ লালনশাহ কলেজের প্রভাষক দুর্জয় বৈরাগী, যশোর সিটি কলেজের প্রভাষক মিতালী বৈরাগী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সুব্রত মন্ডল, নড়াইল ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. কালীদাস বিশ্বাস ও এউরো ভিজিল লিঃ ঢাকার জেনারেল ম্যঅনেজার অসীম কুমার মন্ডলকে গুরুচাঁদ ঠাকুরের সম্মাননা দেওয়া হয়। সঠিক কথা বলা, সময়ের মূল্য দেয়া ও সত্য কথা বলা গুরুচাঁদ ঠাকুরের এই দর্শনে মাতোয়ারা হয়ে হাজারো নারী পুরুষ সমাবেশে উপস্থিত হয়। এছাড়া শুদ্ধ মতুয়াচারির ২৯ জন সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সমীরন মন্ডল, হেমন্ত বৈরাগী, মলয় কান্তি সরকার, প্রকাশ কান্তি ধর, তুষার কান্তি সরকার, স্বপন মন্ডল, চৈতন্য কুমার, সুনীল কান্তি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন