হোম খুলনাযশোর মঙ্গলকোট বাজারে দুটি ঔষধের দোকানে চুরি

ভ্রাম্যমান প্রতিনিধি :

কেশবপুরের মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজারে একই রাতে বিসমিল্লাহ ফার্মেসী ও নূর ফার্মেসী নামে দুই ঔষধের দোকানে রবিবার (১৫ অক্টোবর) ভোর ৩ টার দিকে চুরি সংগঠিত হয়েছে।

বিসমিল্লাহ ফার্মেসী মালিক রবিউল ইসলাম মোড়ল জানান, রাত ১২ টার পর বাড়ী গিয়েছি। সকালে দোকান খুলে দেখি এ্যাসবেস্টর ছাওনি কেটে চোর ঘরে ঢুকে নগদ আনুমানিক ৪ হাজার টাকার মত নিয়েছে। ঔষধপত্র নিয়েছে কিনা বুঝা যাচ্ছে না। ঘরে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় রাত ৩ টা ১৮ মিনিটে চোর ঘরে ঢুকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে।

নূর ফার্মেসীর মালিক মতিউর রহমান জানান, আমি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে দোকান নতুন শুরু করি। রাত ১১ টার দিকে বাড়ী গিয়েছিলাম। সকালে দোকান খুলে দেখি এ্যাসবেস্টর ছাওনি কেটে চোর ঘরে ঢুকে ক্যাশে থাকা নগদ ৫২ হাজার টাকা নিয়েছে। ঔষধপত্র নিয়েছে কিনা বুঝা যাচ্ছে না।

বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল জানান, বাজার পাহারা দেওয়া হয় রাত ৪ টা পর্যন্ত এবং ৫ টা পর্যন্ত ১ জন পাহারা দিয়ে থাকেন। ঘরের পিছন দিকে যেয়ে ডিউটি দেওয়া যায় না।

মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এর এস আই আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন