হোম আন্তর্জাতিক ভোট শেষ হতেই ফের উত্তপ্ত মণিপুর, বন্দুকযুদ্ধে নিহত ১

ভোট শেষ হতেই ফের উত্তপ্ত মণিপুর, বন্দুকযুদ্ধে নিহত ১

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

রাজ্যের ভোট পর্ব শেষ হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। রোববার (২৮ এপ্রিল) মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। এর আগে শুক্রবার রাতে রাজ্যটিতে বন্দুকধারীর গুলিতে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান নিহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সকালে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানায়, বেশ কয়েকজন বন্দুকধারী কৌত্রুক গ্রাম লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার জবাবে গ্রামের ভেতর থেকে পাল্টা গুলি চালানো হয়।

এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

মূলত দুই পর্বের লোকসভা ভোট শেষে শুক্রবার রাত থেকেই অশান্ত হয়ে উঠে মণিপুর। রাজ্যটির বিষ্ণুপুর জেলায় বন্দুকধারীদের হামলায় নিহত হন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই জওয়ান। গুলি ও গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হন আরও অন্তত চার জন। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী।

গেল বছরের মে মাসের শুরুতে মেইতেই জনগোষ্ঠীকে বিশেষ মর্যাদা দেয়াকে কেন্দ্র করেই সংঘাতের সূত্রপাত হয়। যদিও পরবর্তীতে ইম্ফল হাইকোর্ট বিতর্কিত ওই নির্দেশ প্রত্যাহার করলেও শান্তি ফেরেনি রাজ্যটিতে।

চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন