হোম বাংলাদেশ ভৈরব রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

ভৈরব রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 533 ভিউজ
মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৬ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার শম্ভুপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে শম্ভুপুর এলাকার রেল লাইনের পাশে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সাংবাদিকদের জানান,
ময়নাতদন্তের জন্য ওই কিশোরের মরদেহটি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন