হোম অন্যান্যসারাদেশ ভৈরবে নকল কয়েল তৈরি ও বাজারজাত করায় ২ কারখানায় আড়াই লাখ টাকা জরিমানা।

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে নকল কয়েল তৈরি ও বাজারজাত করায় দুটি কারখানার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। সে সময় মালামাল ধ্বংস ও গোডাউন সীলগালা করে দেয়া হয়। শনিবার রাতে জগন্নাথপুর ও শম্ভুপুরের কয়েল কারখানা দুটিতে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। শম্ভুপুরে এটাক কিং সুপার, চ্যাম্পিয়ন, নিমপাতা, তুলসীপাতা, বুশসহ বিভিন্ন নামের নকল মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় কারখানার মালিক আনোয়ারকে ২ লাখ টাকা জরিমানা সহ ২২০ কার্টুন কয়েল ও বিভিন্ন ব্রান্ডের ১ লাখ পিস কার্টুন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এরপর জগন্নাথপুরে জসিম উদ্দিনের কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও গোডাউন সীলগালা করে দেয়া হয়। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। নকল মশার কয়েল উৎপাদন ও বাজাতজাত করায় মালিক আনোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুরে জসিম উদ্দিনের কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা সহ গোডাউন সীলগালা করে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন