হোম অন্যান্যসারাদেশ ভারসাম্যহীন সালামের পাশে এমপি পুত্র মাহির হারুন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি মহোদয় এর ছোট ছেলে মাহির হারুন এর সহোযোগিতায় রাজাপুর হাসপাতালের মানসিক ভারসাম্যহীন একজন রোগীর উন্নত চিকিৎসা সম্পন্ন হয়েছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদীন দূরাগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন অসহায় মানসিক ভারসাম্যহীন হীন সালাম। সালাম এর একটি পায়ে পচন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সাহায্য করার জন্য বৃত্তবানদের কাছে আবেদন করে পোস্ট করে স্থানীয় স্বেচ্ছাসেবী কতিপয় যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দেখে রাজাপুর কাঁঠালিয়ার উন্নয়ন এর রুপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি মহোদয় এর ছোট ছেলে মাহির হারুন। এরপর এমপি পুত্র মাহির হারুন এর সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী যুবকদের সেবাযত্নে ভারসাম্যহীন সালাম এর পায়ের উন্নত চিকিৎসা করানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ভারসাম্যহীন সালাম শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত।

মাহির হারুন বলেন,মানসিক ভারসাম্যহীন সালামের সুস্থ হওয়ার জন্য যে চিকিৎসার তা আমি সহায়তা করব। অসহায় দূঃস্থ মানুষের জন্য কিছু করতে পারলে আমি তৃপ্তি পাই। আমার বাবা আলহাজ্ব বজলুল হক হারুন রাজাপুর-কাঠালিয়ার জনগনের ভালোবাসায় টানা তিনবার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হয়েছেন। বাবা যেমন রাজাপুর-কাঠালিয়ার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন তেমনি আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্য অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করে যাবো।

রাজাপুর- কাঠালিয়ার অসহায় দুঃস্থ মানুষের প্রতি তার যে অঢেল ভালোবাসা, তার প্রমাণ বার বারই পাওয়া গেছে মাহির হারুন এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে।করোনাকালীন সময় রাজাপুর-কাঠালিয়ার বিভিন্ন শ্রেনীর মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন মাহির হারুন ও তার পরিবার।

এবার ভারসাম্যহীন সালামের পাশেও নিজের ভালোবাসা ছড়িয়ে দিলেন মাহির হারুন । সাধারণ মানুষের মত ভারসাম্যহীন বা প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব সময় তাদের পাশে থাকার কথা বলেন মাহির হারুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন