খেলাধূলা ডেস্ক:
ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাথী রানি। মেয়েদের প্রিমিয়ার লিগে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
ভারতের বিপক্ষে সিরিজের দলে আছে আরও চমক। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফারজানা হক, লতা মণ্ডল, জাহানারা আলম ও ফারিহা ইসলাম। আগের সিরিজে দলে না থাকা সালমা খাতুন, দিলারা আক্তার, মারুফা আক্তার ফিরেছেন ভারতের বিপক্ষে এই সিরিজে।
গত ২৬ জুন ভারতের বিপক্ষে এই সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ ও পেসার জাহানারা আলমের। নবনিযুক্ত দুই নির্বাচক এ বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে দলীয় সূত্র জানিয়েছে, মূলত ফিটনেস ঘাটতি ও ফিল্ডিং দুর্বলাতার কারণেই দল থেকে বাদ পড়েছেন তারা।
বৃহস্পতিবার ভারতীয় নারী দল ঢাকায় পা রাখবে। ৯ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ জুলাই। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সিরিজের প্রতিটি ম্যাচ হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান, সালমা ইসলাম ও ফাহিমা খাতুন।