হোম জাতীয় যানজট-ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছেন মানুষ

যানজট-ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছেন মানুষ

কর্তৃক Editor
০ মন্তব্য 150 ভিউজ

জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়কে ও ঘাটে যানজট ও ভোগান্তি না থাকায় কর্মমুখী মানুষের চোখে মুখে দেখা গেছে আনন্দ।

বুধবার (৫ জুলাই) সকাল থেকে নৌরুটে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।

ঢাকামুখী যাত্রী রাহেগা বানু জানান, শনিবার (৮ জুলাই) অফিস। কাজ করি পোশাক কারখানায়। অনেকদিন গ্রামে থেকে ভালো লাগল। আজ আবহাওয়াও ভালো লোকজনও কম; তাই রওনা হলাম। এতে কোনো ভোগান্তি হলো না। শুক্রবার (৭ জুলাই) ভিড় হবে তাই, আগেই ঢাকায় ফিরছি।

আরিফ দেওয়ান জানান, আসা ও যাওয়ায় ভোগান্তি পাইনি। বাবা-মা ও স্বজনদের সঙ্গে ঈদ করলাম; ভালো লাগল। সবাইকে রেখে কর্মস্থালে ফিরতে কষ্ট হচ্ছে। তারপরও পেটের তাগিদে যেতে হবে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের এজিএম মো. সালাম মিয়া জানান, যানবাহন ও যাত্রী পারাপারের পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে চলাচল করছে ২৭টি ফেরি, ৩১টি লঞ্চ ও ৩৯টি স্পিডবোট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন