স্পোর্টস ডেস্ক:
আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফিফার সেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। এর আগে গত বছর অষ্টম বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর এমন সাফল্যের পর এই দুই পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলটিকে ট্রেবল জিতিয়েছেন আর্লিং হলান্ড। গোল ও অ্যাসিস্টের দিক দিয়েও অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন নরওয়েজিয়ান তারকা। তবুও শেষমেশ ব্যালন ডি’অর এবং ফিফা বেস্ট দুটো পুরস্কারই গেছে মেসির হাতে।
হলান্ডকে ছাড়িয়ে ব্যালন ডি’অর এবং ফিফা বেস্ট দুই পুরস্কারই মেসি পাওয়ায় সমালোচনা হয়েছিল বেশ। এবার সেই সমালোচনায় যোগ দিলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। এর মানে এই না যে মেসি অথবা হলান্ড কিংবা এমবাপ্পে এই পুরস্কারের যোগ্য না। আমি এসব পুরস্কারেই আর বিশ্বাস করি না।’
‘এসব বলার কারণ এটা নয় যে আমি গ্লোব সকার পুরস্কার জিতেছি। কিন্তু এটাই সত্য। সংখ্যাগুলো স্পষ্ট এবং এটা মিথ্যা বলে না। তারা আমার থেকে এই পুরস্কারটা কেড়ে নিতে পারেনি কারণ এটা বাস্তব। আমি খুশি কারণ সংখ্যা আসলেই একটা বড় সত্য,’ রোনালদো যোগ করেন।