মিলন হোসেন, বেনাপোল :
বেনাপোল সীমান্ত থেকে ৭৫ পিস ইয়াবাসহ আলেয়া খাতুন (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকেলে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আলেয়া বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত: আঃ হামিদের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই শেখ জাকির হোসেন ও এএসআই আলমগীর হোসেন সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ভবেরবেড় গ্রামের পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হবে।