হোম খেলাধুলা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক:

সেমিফাইনাল নিশ্চিত করতে শেষ ম্যাচে জয় দরকার ছিল দুদলেরই। কিন্তু বৃষ্টির বাধায় টসই করা সম্ভব হয়নি। তাতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করতে হলেও গ্রুপ চ্যাম্পিয় হয়েই ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার (১৬ জুন) গ্রুপপর্বে তৃতীয় ম্যাচ ছিল বাংলাদেশ নারী ‘এ’ দলের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়াররা।

বৃষ্টির কারণে এর আগের ম্যাচটাও পরিত্যক্ত হয় বাংলাদেশের। তাতে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল টাইগ্রেসদের। তবে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হয়েছে দলের। মালশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে লতা মণ্ডলের দল। ওই জয়ের কল্যাণে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলাদেশের সমান চার পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কাও। তাদেরও দুটি ম্যাচ পরিত্যক্ত এবং একটিতে জয়। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের সেরা লতার দল।

আগামী সোমবার (১৯ জুন) দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে অবস্থান করছে ভারত এবং পাকিস্তান ‌‌‘এ’ দল। তাদের সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন