হোম এক্সক্লুসিভ বীর মুক্তিযোদ্ধাকে ঘাড় মটকে দেয়ার হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর

রাজনীতি ডেস্ক:

নির্বাচনী প্রচারণায় এক বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে লালমনিরহাট-২ আসন নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটাহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের নির্বাচনী কর্মী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে এ হুমকি দেন। মন্ত্রীর বক্তব্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গোলাম মর্তুজা হানিফ ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য।

জনসভায় মন্ত্রী বলেন, গোলাম মর্তুজা হানিফ আমার সম্পর্কে যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি যদি এ রকমের বাজে কথা আর কোনো দিন বলো তোমার ঘাড় মটকায় দেব। তুমি এখনো লোক চেনো নাই।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণ মন্ত্রী জনসভায় প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছেন। আমি বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ করব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন