নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বর্ণঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, উন্নয়ন কর্মী মাধব দত্ত, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, জেলা শিল্প কলা একাডেমীর শেখ মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু । অনুষ্ঠান উপস্থাপনা করেন বিপ্লব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় পথচলা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় জনগণের আস্থা অর্জন করেছে সময়ের আলো। একটি দৈনিক পত্রিকাকে প্রতিদিনই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের জাতীয় দৈনিক সময়ের আলো অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ সব ক্ষেত্রের সংবাদ তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি, যোগাযোগ, উন্নয়ন সাফল্য ও সম্ভাবনাকে প্রতিনিয়ত তুলে ধরছে। ক্রমেই বিস্তৃত হচ্ছে এর পরিধি।
প্রধান অতিথি আরও বলেন, বিশ্বব্যাপি সংকট থেকে উত্তরণে গণমাধ্যমকেও আরও দায়িত্বশীল হতে হবে।আগামীতেও সব ক্ষেত্রে সময়ের আলো বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশি-বিদেশি অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধেও সময়ের আলো ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে এগিয়ে যাবে সময়ের আলো।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিরা কেককেটায় অংশ নেন।