কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজা দুজনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
তারা হলেন, বজলুল হকের ছেলে ফজলে রাব্বি (১৩) ও মৃত সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৫৫)। তারা পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা যায়, আজ ১৬ আগস্ট রবিবার দুপুরে বাড়ির পাশে একটি বিদ্যুতের তাড়ে হাত দিলে ফজলে রাব্বি বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় চাচা আজিজুল হক ভাতিজা ফজলে রাব্বিকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।