হোম খুলনাসাতক্ষীরা বিজয় দিবসে কালিগঞ্জ ব্র্যাক ব্যাংক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে জাতীয় পতাকা না তোলার অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সরকারি নির্দেশনা ও আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার থানা রোডে অবস্থিত ব্রাক ব্যাংক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে জাতীয় পতাকা তোলা না হলেও দেখার কেউ নাই। এছাড়াও ঐদিন কালীগঞ্জ থানা রোড, নাজিমগঞ্জ বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানে জাতীয় পতাকা তোলা হয়নি। বিষয়টি নিয়ে উপজেলার বিশিষ্ট সুধী জনদের মধ্যে রয়েছে নানান আলোচনা সমালোচনা।

প্রতিবছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অমান্য করে খেয়াল খুশির মতন জাতীয় পতাকা উঠানো এবং না উঠানো নিয়ে এবং দায়সারা জাতীয় পতাকা তোলা নিয়ে রয়েছে নানান সমালোচনা। অথচ প্রতিটি অনুষ্ঠানের জন্য কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সভার মাধ্যমে রেজুলেশন করে জাতীয় পতাকা তদারকি করার জন্য একটি উপ কমিটি কাগজে কলমে থাকলেও মাঠে তাদের কোন খোঁজ মেলেনা।

শুধুমাত্র নাম জাহির করার জন্য উপজেলা প্রশাসনের রেজুলেশন নামটি লিপিবদ্ধ করেই দায়সার। যে কারণে প্রতিবছর বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা অবমাননা করার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলার সুধীজনরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন