ভোলা প্রতিনিধি:
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে চরফ্যাশন উপজেলা বিএনপি। রবিবার (৬জুন) বেলা ১১টায় বিএনপির সাবেক এমপি’র বাসভবনে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
এসময় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সম্পাদক হারুনর রশিদ ট্রুম্যান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,উপজেলা বিএনপি সম্পাদক আলমগীর মালতিয়া, জেলা যুবদল সম্পাদক হেলাল উদ্দিন,পৌর বিএনপির সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,উপজেলা যুবদল সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজি,ভারপ্রাপ্ত সম্পাদক প্রভাষক নজরুল ইসলামসহ উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী মুর্তজা ও সদস্য সচিব জাহান শিকদার প্রমুখ।
সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অতিথিরা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বক্তব্য রাখেন। পরে এক দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪০মৃত্যুবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াতো এই নেতাকে স্মরণ করেন দলীয় নেতৃবৃন্দ।