অনলাইন ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে বালুর স্তূপের ভেতর থেকে আট কেজি ৪০০ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ওই হেরোইনের অনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
শনিবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামারবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই হেরোইন উদ্ধার করে।
রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোদাগাড়ী থানা পুলিশ ফরিদুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফরিদুল ও তার সহযোগী সোহেল রানা দেয়াল টপকে পালিয়ে যায়।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় থাকা বালুর স্তূপের মধ্য থেকে আট কেজি ৪০০ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করে।
পলাতক ফরিদুল ও সোহেল রানাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আরও মাদকের মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার সাইফুর রহমান।