হোম অন্যান্যসারাদেশ বাবার লাশ দাফনে আসার পথে বগুড়ায় লাশ হলেন ছেলে

বাবার লাশ দাফনে আসার পথে বগুড়ায় লাশ হলেন ছেলে

কর্তৃক
০ মন্তব্য 154 ভিউজ

অনলাইন ডেস্ক :

বগুড়ার সোনাতলার পাকুল্লা ইউনিয়নের উত্তর করমজা গ্রামে বাবা রমজান আলী পরী মণ্ডলের (৫৫) লাশ দাফনে আসার পথে গাজীপুরের ছুরিকাঘাতে লাশ হয়েছেন ছেলে রাশেদুল ইসলাম (২২)।

শনিবার গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন রাশেদুল ইসলাম।

রোববার সকালে বাবাকে দাফন হলেও সন্ধ্যা পর্যন্ত ছেলের লাশ গ্রামে এসে পৌঁছেনি। স্বজনরা বাবার পাশেই রাশেদুলকে দাফনের জন্য কবর খুঁড়েন।

এ ঘটনায় শুধু ওই পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পাকুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিন পুটু জানান, ইউনিয়ন বিএনপির সদস্য রমজান আলী পরী মণ্ডলের ৪ ছেলের মধ্যে সবার বড় রাশেদুল ইসলাম। তিনি ঢাকায় একটি ফার্মেসিতে চাকরি করতেন।

পরী মণ্ডল শনিবার রাত ৯টার দিকে উত্তর করমজা গ্রামের বাড়িতে হৃদরোগে মারা যান। খবর পেয়ে রাশেদুল মৃত বাবাকে দেখতে ও লাশ দাফনে ঢাকা থেকে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর রেল ওভারব্রিজের কাছে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন।

গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, ছিনতাইকারীরা তার গলা ও হাতে ছুরিকাঘাতে হত্যার পর রেলের ওভারব্রিজের কাছে মহাসড়কে পাশে ফেলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

পরে পুলিশ নিহতের পকেটে থাকা পরিচয়পত্র দেখে বিষয়টি বগুড়ার সোনাতলার পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী শান্তকে জানান।

পরী মণ্ডলের মৃত্যু শোকে মুহ্যমান পরিবার ছেলে রাশেদুলের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। বাবাকে দাফন করতে আসার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লাশ হলেন সংসারের একমাত্র আয়ক্ষম রাশেদুল ইসলাম।

ইউপি সদস্য গিয়াস উদ্দিন পুটু আরও জানান, রোববার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে পরী মণ্ডলের লাশ দাফন করা হয়। পাশেই রাশেদুলের জন্য কবর খোড়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন