হোম খুলনাবাগেরহাট বাগেরহাটে মুরগির খাবারের পন্থায় বহন করা হচ্ছিল৭ কেজি গাঁজা, করবারি আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে মুরগির খাবারের পন্থায় বস্তায় গাঁজা বহন কালে মোঃ দুলাল খলিফা (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফকিরহাটের পিলজংগ গ্রামের সাধের বটতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দুলাল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামের মোঃ হানিফ খলিফার ছেলে।

গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শুরেশ চন্দ্র হালদার।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই মোঃ আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, ঢাক থেকে ছেড়ে আসা যাত্রীবাহি পরিবহনে একজন মাদক ব্যবসায়ী প্লাস্টিকের মুরগীর খাবারের পন্থায় বস্তার ভিতর মাদকদ্রব্য নিয়ে আসিতেছে। সে ফকিরহাট থানাধীন পিলজংগ গ্রামের সাধের বটতলা নামক স্থানে বাস থেকে নামতে পারে। এমন সংবাদের ভিত্তিতে সাধের বটতলায় অভিযান চালিয়ে দুলালকে প্লাষ্টিকের মুরগীর খাবারের বস্তায় ৭ কেজি গাঁজাসহ আটক করি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শুরেশ চন্দ্র হালদার জানান, দুলাল দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা পরিবহন ও বিক্রি করে আসছিল। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান এ কর্মকর্তা। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় দুলালের বরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন