মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার(২৩ নভেম্বর) বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত আই.জি.পি কাপ অনূর্ধ্ব-১৯ কাবাডি টুর্ণামেন্ট-২০২১ এর বাগেরহাট জেলা পর্যায়ের খেলায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন এবং মোল্লাহাট উপজেলা দল রানার্স আপ হয়েছে।
বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি তুলেদেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম ও অনুষ্ঠানের সভাপতি বাগেরহাট পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ আছাদুজ্জমান, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, সদর থানা অফিসার ইনচার্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান, মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ফকিরহাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আকবর টিপু, চিতলমারী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লিটন মুন্সি, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।