হোম খুলনাবাগেরহাট বাগেরহাটের ৪টি আসনে নৌকার বিজয়

বাগেরহাটের ৪টি আসনে নৌকার বিজয়

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

জসিম উদ্দিন, বাগেরহাট:

বাগেরহাটের ৪টি আসনে নৌকার প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। এক কথায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারা। রবিবার (০৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে বেগম হাবিবুন নাহার এবং বাগেরহাট ৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ বিজয়ী হয়েছেন।

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন,২ লক্ষ ১৯ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোঃ কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।বাংলাদেশ কংগ্রেস এর এইচ এম আতাউর রহমান আতিকী ডাব প্রতিক নিয়ে পেয়েছেন,১১৭৫ ভোট,ন্যাশনাল পিপলস পাটি(এনপিপি) মোঃ কামরুজ্জামান আম প্রতিকে পেয়েছে,২০৬৫ ভোট,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর মন্জুর হোসেন শিকদার নোঙ্গর মার্কায় পেয়েছে,২৭৯৬ ভোট,তৃনমুল বিএনপি থেকে প্রার্থী মাহফুজুর রহমান সোনালী আঁশ মার্কায় পেয়েছে, ১৭৮৫ ভোট। এ আসনে মোট ভোটার ২৩২৯৭০ জন। প্রদত্ত ভোট ৬৭.৬৫ ভাগ।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের ১২৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে শেখ তন্ময় পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে হাজরা শহিদুল ইসলাম ৪ হাজার ১৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী এস এম আমজাদ হোসেন উগল প্রতিকে পেয়েছেন,১৪৫৫ ভোট,জাকের পাটির খান আরিফুর রহমান গোলঅপ ফুল মার্কায় পেয়েছে ৩১৬৩ ভোট,তৃনমুল বিএনপি,র প্রার্থী মরিয়ম সুলতানা পেয়েছে ২৭৬২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএএম এর সোলাইমান শিকদার নোঙ্গর মার্কায় পেয়েছে ১৯০৭ ভোট। এ আসনে মোট ভোটার ২০৫৮৭২ ভোট। প্রদত্ত ভোট ৬৪.৩১ ভাগ।

বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের ফলাফলে ৮৪ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতিকের স্বতন্ত্র পার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট।বাংলাদেশ কংগ্রেস এর মফিজুল ইসলাম গাজী ডাব প্রতিকে পেয়েছে ২০৮ ভোট, তৃনমুল বিএনপির প্রার্থী ম্যানুয়েল সরকার সোনালী আশ মার্কায় পেয়েছে ২২৮ ভোট, জাতীয় পাটির প্রার্থী মনিরুজ্জামান লাঙ্গল প্রতিকে পেয়েছে ৬৭০ ভোট,জাসদের প্রার্থী শেখ নুরুজ্জামান মশাল মার্কায় পেয়েছে ৩৩৮ ভোট,বিএনএম এর প্রার্থী সুব্রত মন্ডল নোঙ্গর মার্কায় পেয়েছে ৪২৩ ভোট। এ আসনে সর্ব মোট ১৪৭৯৩০ ভোট। প্রদত্ত ভোটের ৫৮ ভাগ।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১৪৩ টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতিকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।বাংলাদেশ মুক্তিজোটের ছড়ি মাকায় বদরুজ্জামান পেয়েছে ৯৯২ ভোট, এনপিপি প্রার্থী লেঅকমার আম মার্কায় পেয়েছে ১৬১১ ভোট, বিএনএম এর প্রার্থী রেজাইল ইসলঅম নোঙ্গর মার্কায় পেয়েছে ৬৩৬ ভোট, তৃনমুল বিএনপি,র প্রার্থী লুঃফান নাহার রিক্তা সোপনারী আশ মাকায় পেয়েছে ৬০৭ ভোট ও জাতীয় পাটির সাজন কুমার লাঙ্গল মার্কায় পেয়েছে ২২২০ ভোট। এ আসনে মোট ভোটার ২১৪৭৬৭ জন। প্রদত্ত ভোট- ৬০,৭৯ ভাগ।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন