হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে রিজিক মিয়া ফুটবল টুর্ণামেন্টে রূপসা চ্যাম্পিয়ন

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার(৩১আগস্ট) রিজিক মিয়া ফুটবল একাডেমির আয়োজনে, খলিলুর রহমান কলেজ মাঠে ৪দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রূপসা ফুটবল একাদশ বাগেরহাট ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর পূর্বে রূপসা তেরখাদাকে ৩-০ এবং বাগেরহাট মোল্লাহাট ফুলবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।

উক্ত টুর্ণমেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ মেহেফুজ রচা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বিএমএ নাসির, উত্তরণ ক্রীড়া চক্রের সভাপতি শেখ মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, যুবলীগ নেতা রুবেল কাজি, বদিউল আলম লিপ্টন, ফারুক শেখ, শেখ আব্দুল্লাহ, শেখ মাশরুফ, সৌরভ, আশিকুল আলম তন্ময়, সুজন শেখ প্রমুখ। খেলা পরিচালনা করেন তুষার খান ও নুতন শেখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন