হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য অফিসের দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার(৭জুন)সকালে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ৩০টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ৬০টি স্ত্রী ছাগল বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেশ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন