মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার(১০ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব“মা” দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে, সকাল সাড়ে এগারোাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। স্বাগত বক্তব্যদেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউ.পি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লা মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি প্রমুখ।