মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২১ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, অধ্যক্ষ এল জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।