মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আওয়ামী লীগ নেতা খান মফিজুল ইসলাম (৫২) এর অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২মে)কিালে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে(ঝর্না সুপার মার্কেট) অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস। সার্বিক পরিচালনা ব্যবস্থাপনা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা।
শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন বাইতুস সাত্তার জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ শহিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ মেহেফুজ রচা, এস এম সাইকুল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন, সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, মনোরঞ্জন পাল, মোল্লা মিজানুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেন, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, হাসান মোল্লা হায়দার, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়। কে আর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাত হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন সিকদার সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, এবং সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।