নড়াইল অফিস:
সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরের তাকাসুচিকু বুনকা সেন্টারে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেডিস সোসাইটি জাপানের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারী সমাজকে এগিয়ে নিতে সহায়তা করার উদ্দেশ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির সভাপতি জেসমিন সুলতানা কাকলী ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক সুরাইয়া তাসনুভা বিপা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার সাইফুল ইসলাম, ডেসটিনি ইন কর্পোরেশনের স্বত্বাধিকারী গুল মোহাম্মদ ঠাকুর মনি, আইসোডোর হিমু উদ্দীন প্রমূখ। বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান বাংলাদেশের দুস্থ নারীদের ব্যাটারি চালিত রিক্সা প্রদান, গৃহহীন নারীদের ঘর এবং গবাদি পশু প্রদান সহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এ ছাড়াও বাংলাদেশের তাঁতীদের বোনা জামদানি মনিপুরি শাড়ি জাপানের বাজারে প্রসার ঘটানোর চেষ্টা করে যাচ্ছেন। প্রবাসীরাও তাদের এই কর্মসূচীতে সহায়তা করে দেশীয় শিল্পের বিকাশে ভ‚মিকা রাখছেন।
সংগঠনটি নারী সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। সোশ্যাল বিজনেসের মাধ্যমে অর্জিত অর্থ দেশের পিছিয়ে পড়া তৃণমূল নারীদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে । তাদের ভবিৎষত পরিকল্পনার মধ্যে নলেজ শেয়ার প্রোগ্রাম এবং দেশের মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করাও রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তিনজন নারীকে সম্মাননা প্রদান করে। প্রথমে বাংলাদেশের অকৃত্তিম বন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জাপানি জনমত টানতে ভূমিকা পালন করা অধ্যাপক নারা’র স্ত্রী নারা আকিকো’র হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মিসেস আকিকো বলেন, মুক্তিযুদ্ধের সময় তার স্বামী বাংলাদেশের পক্ষ নেওয়ায় তৎকালীন পাকিস্থান সরকার তাকে কালো তালিকাভুক্ত করেছিলো। নারা আকিকোর হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। সাহিত্য এবং নিবেদিত মা হিসেবে রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের স্ত্রী মিসেস শাহীনা আক্তারের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের উপদেষ্টা মুনসী রোকেয়া সুলতানা। নারী উদ্যোগতা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অবদান রাখার জন্যে সুপ্রভা ফ্যাশন হাউজের কর্নধার নদী সিনার হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের সভাপতি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ছিলো রাফেল ড্র। সেখানে আকর্ষনীয় পুরস্কারগুলির মধ্যে প্রথম পুরস্কার ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে নারিতা-ঢাকা-নারিতা’র একটি বিমান টিকেট। দ্বিতীয় পুরস্কার হিসাবে দেওয়া হয় কসমেটিক সহ সর্বমোট ১০টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় ।