জাতীয় ডেস্ক:
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাওয়াদ মোবাশ্বের আকবর বলেছেন, বাংলাদেশের ভিত্ত এখন এতটাই মজবুত যে দেশটিকে কোনো ভয়ভীতি দেখি দমিয়ে রাখা সম্ভব নয়।
রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ৫২ বছরের অগ্রগতি এবং ভবিষ্যৎ নিয়ে সেমিনারে বক্তৃতা করেন তিনি।
জাওয়াদ মোবাশ্বের বলেন, বাংলাদেশের ভিত্ত এখন এতটাই মজবুত যে দেশটিকে কোনো ভয়ভীতি দেখি দমিয়ে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, উগ্রবাদীদের ঘরে আশ্রয় মেলে না, তাদের বিদেশ থেকে সাহায্য নিতে হয়। দেশপ্রেমীদের কখনোই হাত করা যায় না, উগ্রবাদীদের যায়। তবে উগ্রবাদ দেশের অসাম্প্রদায়িক চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।
বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে সামরিক শাসন ভারতের জন্যও বন্ধুত্বের দূরত্ব তৈরি করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশে সামরিক স্বৈরশাসনের যে ধারা সূচিত হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনেন। তিনি গণতন্ত্র লালন করছেন।