হোম বিনোদন পারিবারিক নির্যাতনের শিকার ‘সিআইডি’ অভিনেত্রী

পারিবারিক নির্যাতনের শিকার ‘সিআইডি’ অভিনেত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন সোমবার (৪ ডিসেম্বর)। এরইমধ্যে আরও একটি ভয়ানক খবর এলো। অপরাধ অনুসন্ধানী সিরিজটির টিমে যেন ব্যক্তিগত রহস্য তৈরি হয়েছে। এবার ‘সিআইডি’-এর অভিনেত্রী বৈষ্ণবী ধনরাজ পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা গেছে, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ‘সিআইডি’ খ্যাত অভিনেত্রী ভারতের কাশ্মিরা থানায় গিয়েছেন।

সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন, অভিনেত্রী তার মা ও ভাইয়ের নির্যাতনের কারণে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পারিবারিক নির্যাতনের শিকারের কথা অভিনেত্রী তার একটি ভিডিওতে বলেছেন। সামাজিক মাধ্যমে বৈষ্ণবীর সেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে তার চেহারায় নির্যাতনের ছাপ স্পষ্ট।

ভিডিওতে বৈষ্ণবী বলেন, আমি কাশ্মিরা থানায় রয়েছি। আমার সাহায্য দরকার। আমি আমার পরিবারের হাতেই নির্যাতনের শিকার হয়েছি। আমাকে বাজেভাবে মারা হয়েছে। সংবাদমাধ্যমের বন্ধুরা, ইন্ডাস্ট্রির সবাই, দয়া করে আমাকে সাহায্য করুন।

জানা গেছে, অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে নন-কগনিজেবল মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে তার পরিবারের বক্তব্য জানা যায়নি।

২০০৯ সালে ‘সিআইডি’ সিরিয়ালের সঙ্গে যুক্ত হন বৈষ্ণবী। ইনস্পেক্টর তাশা হিসেবে জনপ্রিয়তা পান। শোনা যায়, সিরিয়ালের অ্যাকশন দৃশ্যের শুটিংয় দুবার করতেন না অভিনেত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন