দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচটি পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে নিয়োগ পরীক্ষা। এরআগে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত পদগুলোর মধ্যে কম্পিউটার এ্যাসিসটেন্ট পদে ৫ জন, ইলেকট্রিক অপারেটর ৩জন, নৈশপ্রহরী পদে ৪জন, নিরাপত্তাকর্মী পদে ৪ জন এবং আয়া পদে ৪ জন প্রার্থী আবেদন করেন।
মঙ্গলবার নির্ধারিত পাঁচটি পদের বিপরীতে মোট ২০জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। নিয়োগ পরীক্ষা চলাকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুল হক, ডিজি প্রতিনিধি মশিউর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বিষয় স্পেশালিস্ট রঞ্জন কুমার সরকার, ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, সহকারী শিক্ষা অফিসার সেলিমুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।