মাগুরা অফিস :
বর্তমান সরকার সন্ত্রাস, ধর্ষণ ও দূর্নীতিতে চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে তাদের পতন আন্দোলনে যুবদলকে মূল ভুমিকা রাখতে আহবান করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার দুপুরে মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সভায় শ্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ বিএনপি কার্যালয় চত্বরে জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সকল ক্ষেত্রে এ সরকার ব্যর্থ। অবিলম্বে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ ব্যর্থতার দায়ে তাদের পদত্যাগ দাবি করেন।